করোনা ভাইরাসের উপসর্গসমূহ (কোভিড-১৯)


নিন্মোক্ত উপসর্গ গুলোই মূলত কয়েক হাজার মানুষকে এই ভাইরাস হালকা অসুস্থ্যতা থেকে মৃত্যু পর্যন্ত ডেকে নিয়েছে-


কোভিড-১৯ সাধারণত ফ্লু-টাইপ উপসর্গের মাধ্যমে আত্বপ্রকাশ করে, এর মধ্যে জ্বর এবং কাশি অন্যতম। কিছু কিছু রুগীর ক্ষেত্রে নিউমোনিয়া, বুকে ও পেশীতে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া এবং দূর্বলতার মাধ্যমে এই রোগ বাড়তে থাকে।


অনেকটা এমন যে- এটা জ্বরের মাধ্যমে শুরু হয়, এরপর হালকা শুকনা কাশি হতে পারে।


এক সপ্তাহের মত পরে, শ্বাসকষ্টের মত শ্বাসনালীতে কিছু সমস্যা দেখা দেয়, এবং ২০% মানুষ সেক্ষেত্রে হসপিটাল এবং বিশেষজ্ঞের সরনাপন্ন হতে হয়।


স্বর্দি, গলা ব্যথা বা নাক আটকে আসার মত সমস্যাও হতে পারে, কিন্তু সেটা খুবই কম ক্ষেত্রে দেখা দেয়। তাই শুধু এগুলো দেখা দিলে- সাধারণ সিজোনাল-কোল্ড হিসেবেই বিবেচিত হবে।



প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই এটি হালকা এবং রিস্কমুক্ত


যেসকল রোগ থাকা অবস্থায় ঝুঁকি বেশি বলে বিবেচিত হয়

স্বত্বাধিকার © টিম করোনাবিডি- ২০২০